এই মুহূর্তে দেশে করনা আক্রান্ত সংখ্যা 27 লক্ষ ছাড়িয়ে গেল মৃত্যুর সংখ্যা 51000 পার হয়ে গেল গত 24 ঘন্টায় দেশে 876 জন এর মৃত্যু হলো তবে একটু কমে গেল দৈনিক সংক্রমণের সংখ্যা আশা জাগালো সুস্থতা সংখ্যা একদিনে সংক্রমিত হয়েছে না 55079 জন আর একদিনে করনা মুক্ত হয়েছেন প্রায় 58 হাজার মানুষ সুস্থতার হার 73% মৃত্যুর হার বেড়ে 1 দশমিক 91 শতাংশ তবে বাংলায় করনা উদ্বেগ জনক জায়গায় গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 3080 জন্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2932 জন। গত 24 ঘন্টায় 32 হাজার 319 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে তবে দেশের মতো পশ্চিমবঙ্গের মৃত্যুর হার কমেছে মৃত্যুর হার 1.19%